হবিগঞ্জে বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর বছরে দেশে ডিজিটাল নিরাপত্তা আইন এর নামে কোনও নিবর্তনমূলক আইন গ্রহনযোগ্য নয়। গণতান্ত্রিক রাষ্ট্র ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে দেশের মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। কৃষিপণ্যে যথাযথ ভর্তুকি প্রদানের মাধ্যমে কৃষিকে লাভজনক জীবিকার উন্নতি করতে হবে। এছাড়া শ্রম আইনে শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ সংশোধন করে দেশে মতপ্রকাশের অধিকার ও ক্ষুধা দারিদ্র্যমুক্ত গণতান্ত্রিক পরিবেশ রচনায় সংগ্রামকে এগিয়ে নিতে হবে।
গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলা আয়োজিত আঞ্চলিক শিক্ষা শিবির ও সুধী সমাবেশে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট জুনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবির ও সুধী সমাবেশে আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশিদ ফিরোজ, মৌলভীবাজার জেলা বাসদ আহবায়ক কমরেড মইনুর রহমান মগনু, সিলেট জেলা বাসদ সমন্বয়ক কমরেড আবু জাফর ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়।
দু’দিন ব্যাপী আয়োজিত এ শিক্ষা শিবির ও সুধী সমাবেশে আলোচনায় অংশ নেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুরলী ধর দাস, প্রগতিশীল শিক্ষক ভূপিকা রঞ্জন দাশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সাংবাদিক ইমদাদুল হোসেন খান, আইনজীবী অ্যাডভোকেট জিলু মিয়া, সাবেক ছাত্রনেতা তৌহিদুর রহমান পলাশ, চুনারুঘাট উপজেলা বাসদ আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্য সচিব কমরেড মুজিবুর রহমান ফরিদ, বানিয়াচং উপজেলা বাসদের আহবায়ক কমরেড লোকমান আহমেদ প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি