চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শুক্রবার চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেলকে সংবর্ধনা দেয়া হয়েছে। সাতছড়ি জাতীয় উদ্যানে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র মোহাম্মদ সাইফুল আলম রুবেল। ইউনিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, মাধবপুর সমকাল প্রতিনিধি আয়ূব খান. তেলমাছড়া বিট কর্মকর্তা নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা পোস্ট মাস্টার এস এম মিজান, আমুরোড বাজার কমিটির সভাপতি মোস্তাক উদ্দিন আখঞ্জি, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আক্কাস আলী মন্ডল।
সভায় সাইফুল আলম রুবেলকে চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। সংবর্ধনা সভায় প্রধান অতিথি সাইফুল আলম রুবেল বলেন, আমাকে সম্মানিত করে আপনারা সম্মানিত হয়েছেন। এ সম্মান চুনারুঘাট পৌরবাসীর। তাঁরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বলেই আমি সম্মানিত হয়েছি। তিনি সকলকে গঠনমুলক সমালোচনা এবং উন্নয়নসহ নানা সমস্যা সাংবাদিকদের লেখনির মাধ্যমে তুলে ধরতে সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, চুনারুঘাট পৌরসভার উন্নয়নে আমি আশা রাখি সব সময় আপনাদের পাশে পাবো। আপনাদের লেখনি আমাকে অনুপ্রেরণা দেবে এবং ভুলভ্রান্তি শোধরানো সম্ভব হবে।
সংবর্ধনা সভায় সাইফুল আলম রুবেলের হাতে ক্রেস্ট তুলে দেন ইউনিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ অতিথিবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com