চুনারুঘাট প্রতিনিধি ॥ ফাল্গুনের বাসন্তি আবহে ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত হলো চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন-২০২১। শুক্রবার সাতছড়ি জাতীয় উদ্যানে অনুষ্ঠিত বনভোজনের দ্বিতীয় পর্বে, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এর আগে সকালে রিপোর্টার্স ইউনিটির সদস্য ও অতিথিরা সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন সৌন্দর্য্যময় এলাকা ঘুরে দেখেন এবং আনন্দ উপভোগ করেন।
বিকেলে দ্বিতীয় পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার নবনির্বাচিত মেয়র সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল আলম রুবেল। ইউনিটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, সাতছড়ি জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি রোকন উদ্দিন লস্কর, মাধবপুর সমকাল প্রতিনিধি আয়ূব খান. তেলমাছড়া বিট কর্মকর্তা নাসির উদ্দিন চৌধূরী, উপজেলা পোস্ট মাস্টার এস এম মিজান, আমুরোড বাজার কমিটির সভাপতি মোস্তাক উদ্দিন আখঞ্জি, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্কাস আলী মন্ডল। এতে বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মো. হাছান আলী, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী সুজন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি এস এম তাহের খান, শব্দকথা সম্পাদক মনসুর আহমেদ, সাংবাদিক শাহজাহান জলি, দপ্তর সম্পাদক এম এ বাতেন, মোঃ দুলাল মিয়া প্রমুখ।
এর পরই একে একে অতিথিদের হাতে ইউনিটির স্যুভেনির তুলে দেন পৌর মেয়র সাইফুল আলম রুবেল। সবশেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার বিজয়ী হন নবনির্বাচিত মেয়র সাইফুল আলম রুবেল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com