নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে নিরাপত্তা বাহিনীর অফিসে সিলিংফ্যান ছিড়ে পড়ে শ্রমিক নেতা আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনাটি ঘটেছে। আহত রেল শ্রমিক নেতা জুনায়েদ হামিদ নীর (৩৬) শায়েস্তাগঞ্জ রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এবং কার্পেন্টার পদে কর্মরত।
সূত্রে জানা যায়, স্টেশনে সহকারি মাস্টার রুমের পাশেই রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিস। সন্ধ্যায় দুই নিরাপত্তা সদস্য ও শ্রমিক নেতা অফিসে বসে গল্প করছিলেন। এসময় হঠাৎ সিলিং ফ্যানটি ছিড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে সবাই দৌঁড়ে বের হলেও জুনায়েদ হামিদ নীর এর হাতে ও মাথায় আঘাত লাগে। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী শায়েস্তাগঞ্জ ইউনিট অফিসের ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিলিং ফ্যানের নাট-বল্টু পাল্টানোর জন্য কিছুদিন আগেও স্টেশনে কর্মরত ইলেক্ট্রিক লাইনম্যান আনোয়ার হোসেনকে অবগত করি। অবশেষে ফ্যানটি ছিড়ে পড়ে এ ঘটনাটি ঘটেছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, এটি একটি অনাকাক্সিক্ষত দুর্ঘটনা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com