স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের ১১নং গজনাইপুর ইউনিয়নের সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাফিয়া বেগমের বিরুদ্ধে ২০১৭-১৮ অর্থ বছরের গর্ভবতী ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি দায়ের করেন ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের লোগাঁও কায়স্থগ্রামের বাসিন্দা সুমি বেগম, চঞ্চলা রানী কর ও সাজনা বেগম। সম্প্রতি লিখিত অভিযোগে তারা উল্লেখ করেন সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাফিয়া বেগম জনপ্রতি ১ হাজার টাকার বিনিময়ে আমাদের নাম গর্ভবতী ভাতায় তালিকাভুক্ত করেন। যথানিয়মে আমরা ২ কিস্তির টাকা পাই এবং প্রতি কিস্তিতে জনপ্রতি ১ হাজার টাকা করে ৬ হাজার টাকা মহিলা মেম্বার সাফিয়া বেগমকে দেই। ৩য় কিস্তির টাকা পাইনি। ইউনিয়নের প্রায় মহিলাই ভাতা পেয়েছে যেনে আমরা মহিলা মেম্বারের নিকট যাই, কিন্তু টাকা আসেনি বলে তিনি আমাদের বিদায় করে দেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, তারা খোঁজ নিয়ে জানতে পারেন মহিলা মেম্বার সাফিয়া বেগম প্রায় ২ মাস আগে ৩য় কিস্তির টাকা ব্যাংক থেকে জালিয়াতি করে আমাদের স্বাক্ষর ছাড়াই উত্তোলন করে নিয়ে এসেছেন। আমরা টাকার জন্য মহিলা মেম্বারের নিকট গেলে তিনি টাকা আসেনি বলে আমাদের জানিয়ে খারাপ আচারণ করেন। এমতাবস্থায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগকারীরা প্রশাসনের প্রতি আবেদন জানান।