কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের বাহুবলে ৮ কেজি ১শ’ গ্রাম গাঁজাসহ ওয়াহিদুল ইসলাম সোহেল (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত সোহেল বাহুবল উপজেলার শফিয়াবাদ এলাকার মৃত আব্দুল কাদির মহালদারের ছেলে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার এএসপি ওবাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার বেলা ২টার দিকে বাহুবলের ৭নং ভাদেশ^র ইউনিয়নের বড়গাঁও গ্রামস্থ ঢাকা টু মৌলভীবাজার হাইওয়ের ইমরান ভ্যারাইটিজ স্টোরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে বাহুবল থানায় হস্তান্তর করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com