হবিগঞ্জ পৌরসভা নির্বাচন ২০২১
এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ও বিএনপি দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক সেলিম। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তাঁরা দুজন নিজ নিজ দলের মনোনয়ন লাভ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তাদের মনোনয়ন পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের কর্মী সমর্থকরা নিজ নিজ দলীয় প্রধানসহ হাই কমান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন এবং প্রার্থীদের অভিনন্দন জানাচ্ছেন।
গতকাল শনিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের প্রধান, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে আতাউর রহমান সেলিমের নাম ঘোষণা করা হয়। তাঁর মনোনয়নপত্রে স্বাক্ষর করেন সভানেত্রী শেখ হাসিনা।
অপরদিকে বিএনপি’র প্রার্থী এনামুল হক সেলিমের মনোনয়নপত্রে স্বাক্ষর করেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।