স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মঘর থেকে ফারুক মিয়া (৩০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে কারাদ- প্রদান করা হয়। তবে তার গডফাদার নাজমুল হক ও খোকন নামের ২ যুবক পালিয়ে গেছে। গতকাল শনিবার সকালে মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের আদালতে হাজির করলে ১ কেজি গাঁজা পাওয়ার অপরাধে ফারুককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিনদিনের কারাদ- দেয়া হয়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফারুককে ওই গ্রাম থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার সহযোগি নাজমুল ও খোকন পালিয়ে যায়। ফারুক ওই গ্রামের রুনু মিয়ার পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com