স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রাজনগর থেকে চুরির অভিযোগে দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ। গত শুক্রবার গভীররাতে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ রাজনগর কবরস্থান সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটককৃতরা হলো রাজনগর এলাকার আব্দুর রহমানের পুত্র বাবু মিয়া (২৫), ভাদৈ গ্রামের লেদু মিয়ার পুত্র সজলু মিয়া (৩০)। পুলিশ জানায়, উল্লেখিতদের বিরুদ্ধে চুরি, ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এতদিন তারা আত্মগোপনে ছিল। গতকাল শনিবার বিকেলে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com