স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির সম্মেলনে পুলিশের হামলা, লাঠিচার্জ ও নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক বিবৃতিতে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন- বিএনপিসহ বিরোধী দলের যে কোন শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও নেতাকর্মীদেরকে আহত করাসহ গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার সর্বগ্রাসী অভিযান এখন আরও প্রকট আকার ধারণ করেছে। হিংসাশ্রয়ী রাজনীতির ধারক আওয়ামীলীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। বিএনপির কোন কর্মসূচি দেখলেই সরকার আতঙ্কিত হয়ে পুলিশ দিয়ে তা দমনে বেপরোয়া হয়ে উঠে। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দিয়ে গ্রেফতার ও জুলুম করা হচ্ছে। আইন শৃংখলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা এবং গ্রেফতার করার মাধ্যমে দেশে আইনের শাসনের মূলোৎপাটন করা হয়েছে। বানোয়াট মামলা দায়ের ও গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীদের এখন দুঃসহ জীবন অতিবাহিত করতে হচ্ছে। অবৈধ ক্ষমতা দখলে রাখতে বর্তমান শাসকগোষ্ঠী সন্ত্রাসী কর্মকান্ডের আশ্রয় নিয়েছে। চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির সম্মেলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং সম্মেলন থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন তালুকদার ও ইউনিয়ন বিএনপি নেতা মাসুক সরকারসহ ৩জনকে গ্রেফতার ও ৫০জনকে আহত করার ঘটনা সরকারের ফ্যাসিবাদী শাসনের বহিঃপ্রকাশ। মীর্জা ফখরুল বলেন- শান্তিপূর্ণ সম্মেলনে পুলিশী হামলা, নেতাকর্মীদের গ্রেফতার ও আহত করার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।