স্টাফ রিপোর্টার ॥ করোনা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণ করেছেন হবিগঞ্জের সাবেক সিভিল সার্জন, বর্তমানে আমেরিকার নিউইয়র্ক প্রবাসী ডাঃ দীপক লাল বণিক। গত ১৭ জানুয়ারি তিনি নিউইয়র্কে ভ্যাকসিন গ্রহণ করেন। গতকাল রোববার তিনি দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ করোনা ভ্যাকসিন সংরক্ষণ ও মানুষকে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেয়ার খবর দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকায় পড়ে আশ্বস্ত হয়েছি। আমি নিজে ভ্যাকসিন নিয়েছি, আমার কোন সমস্যা হয়নি। আশা করি বাংলাদেশেও কোন সমস্যা হবে না। তিনি করোনা প্রতিরোধে সকলকে ভ্যাকসিন গ্রহণের পরামর্শ দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com