কাজী মাহমুদুল হক সুজন ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রশিদপুরে জুম্মার নামাজে সিজদারত অবস্থায় মাওলানা ফয়জুর রহমান (৩৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে।
মুসল্লিরা জানান, গতকাল শুক্রবার রশিদপুর রেল স্টেশন জামে মসজিদে কাবলার জুম্মার এক রাকাত নামাজ আদায় করে দ্বিতীয় রাকাতের সিজদা দেয়ার সময় মাওলানা ফয়জুর রহমান সিজদার স্থানেই ঢলে পড়েন। পরে মুসল্লীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার এ মৃত্যু দেখে মসজিদের মুসল্লিদের কেউ চোখের পানি আটকে রাখতে পারেননি।
মৃত্যুকালে মাওলানা ফয়জুর রহমান মা, স্ত্রী ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। তিনি বড়গাঁও গ্রামের লাল মিয়ার পুত্র। তিনি দারাগাঁও বাজারের একজন ব্যবসায়ী। গতকাল রাতে জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com