বেশ কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে প্রভাত মিয়া (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রভাত মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচরের সিরাজ মিয়ার পুত্র। স্ত্রীর সাথে বনিবনা না হওয়ার কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রভাত মিয়া গত বৃহস্পতিবার তার শ্বশুরবাড়িতে গিয়ে রাতের খাবার শেষে ঘুমাতে যান। গতকাল শুক্রবার অনেক বেলা হয়ে গেলেও দরজা না খুললে তার শ্বশুরবাড়ির লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকেন। এ সময় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, বেশ কিছুদিন ধরে প্রভাত মিয়ার স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। এ ঘটনার দিন তার স্ত্রী বাড়িতে ছিলেন না। স্ত্রী ঢাকায় চাকরি করেন। সুরতহাল প্রতিবেদনের পর ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com