গত ৯ ডিসেম্বর গাউছিয়া কমিটি বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে “উরসে গাউছুল আজম মাহফিল” আলহাজ্ব চৌধুরী আব্দুল হাই অ্যাডভোকেট এর সভাপতিত্বে গাউছিয়া একাডেমি ও দাখিল মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ গোলাম সরওয়ারে আলম ও কাজী ছাইফুল মোস্তফার যৌথ সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন এশিয়া খ্যাত দ্বীনি প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিউর রহমান আলক্বাদরী, বিশেষ আলোচক ছিলেন গাউছিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোসাহের উদ্দিন বখতিয়ার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন আল্লামা শাহ জালাল আহমদ আখঞ্জী, মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা আলী মুহাম্মদ চৌধুরী, মাওলানা সোলায়মান খাঁন রাব্বানী, মাওলানা শহিদুল ইসলাম, মুফতি আশরাফুল ওয়াদুদ, মুফতি মুজিবুর রহমান আল ক্বাদরী, মাওলানা ফরাস উদ্দিন, মাওলানা আবু তৈয়্যব মোজাহেদী প্রমূখ উলামায়ে কেরাম। আলোচকগণ বলেন, মহান আল্লাহ তায়ালা মানবজাতির হেদায়তের জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। আমাদের দয়াল নবী (দ.) এর মাধ্যমে এ ধারাবাহিকতার পরিসমাপ্তি ঘটলেও হেদায়তের দ্বার কখনো বন্ধ হয়নি। আওলাদে রাসূল (দ.), আওলিয়ায়ে কেরাম ও হক্কানি আলেম-উলামাদের মাধ্যমে হেদায়তের কাজ ছিল, আছে, থাকবে। প্রতি শতাব্দীর শুরুতে আল্লাহ তায়ালা একজন মোজাদ্দিদ প্রেরণ করে দ্বীনের সংস্কার করে থাকেন। গাউছুল আজম শুধু ইসলামের একজন সংস্কারকই ছিলেন না বরং ইসলামের পুনরুজ্জীবনকারী ছিলেন। সভায় গাউছিয়া কমিটি বাংলাদেশ হবিগঞ্জ জেলা ও সকল উপজেলার নেতৃবৃন্দ সহ কয়েক হাজার আশেকানে গাউছে পাক যোগদান করেন। পরিশেষে মিলাদ, কিয়াম, দোয়া ও তাবারুক বিতরণ করা হয়। এছাড়াও গত ১৬ ডিসেম্বর বাদ জোহর গাউছিয়া একাডেমী ও সুন্নিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে গাউছিয়া কমিটি বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এদেশের ঈমানদার দেশপ্রেমিক শহীদ মুক্তিযোদ্ধাদের ইসালে সওয়াবের জন্য এক বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সকল ছাত্র-শিক্ষক, অভিভাবক ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের শাহাদাতবরণকারী সহ এদেশের সকল শহীদদের ঋণ কখনও পরিশোধ করা সম্ভব নয় বলে বক্তাগণ আলোচনায় উল্লেখ করেন। পরিশেষে মিলাদ, কিয়াম, মোনাজাত ও তাবারুকের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি