বিজয় দিবসের আলোচনা সভায় জি কে গউছ
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- দেশের স্বাধীনতা ও বিজয় দিবসের মূল চেতনাই হচ্ছে গণতন্ত্র। যে চেতনা ও আদর্শকে সামনে নিয়ে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, আজ সেই চেতনা ও আদর্শ ভুলুণ্ঠিত হয়েছে। দেশের গণতন্ত্রকে হাইজ্যাক করা হয়েছে। বাকশালের আদলে একদলীয় শাসন কায়েম করা হয়েছে। দেশে আজ আইনের শাসন নেই, মানুষের মৌলিক অধিকার নেই, জানমালের নিরাপত্তা নেই, বাক-স্বাধীনতা নেই। এই অবস্থায় একটি স্বাধীন দেশ চলতে পারে না। মানুষ পরিবর্তনের পক্ষে, দেশের মানুষ বিএনপির পক্ষে। তিনি গত বুধবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বিএনপির আলোচনা সভায় এসব কথা বলেন।
জি কে গউছ বলেন- প্রশাসনের উপর নির্ভর করে পৃথিবীর কোন স্বৈরশাসক ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগও পারবে না। জনগণ তাদের নিকট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে বিএনপিকে রাজপথে নামতে দেয় না। বিএনপি কোন কর্মসূচী ঘোষণা দিলেই পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেয়া হয়, গণগ্রেফতার করা হয়। এই দমন পিড়ন করে বিএনপিকে রাজপথ থেকে সরানো যাবে না। মামলা-হামলার ভয়কে উপেক্ষা করেই বিএনপি নেতাকর্মীরা রাজনীতি করে।
বিএনপি নেতা জি কে গউছের সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শামছু মিয়া চৌধুরী, অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, জেলা বিএনপির সদস্য আজিজুর রহমার কাজল, মহিবুল ইসলাম শাহিন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, গিরেন্দ্র চন্দ্র রায়, আজম উদ্দিন, অ্যাডভোকেট আফজল হোসেন, মর্তুজ আহমেদ রিপন, এস এম আওয়াল, জহিরুল হক শরীফ, অ্যাডভোকেট আবুল ফজল, অ্যাডভোকেট শাহীন মিয়া খন্দকার, মিজানুর রহমান চৌধুরী, সফিকুর রহমান সিতু, রতন আনসারী, সোহেল এ চৌধুরী, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান মান্না, হাফিজুর রহমান, গোলাম মাহবুব, নাজমুল হোসেন অনি, অলিউর রহমার অলি, আশরাফুল আলম সবুজ, এহসানুল হক ইমরান প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com