দি অপ্টিমিটস্ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৬৪ জন দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দি অপ্টিমিটস্ হবিগঞ্জ জেলা শাখার পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ উল্ল্যা’র সভাপতিত্বে এবং দি অপ্টিমিটস্ হবিগঞ্জ জেলা শাখার পরিচালক অর্থ তকাম্মুল হোসেন কামাল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মর্জিনা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি অপ্টিমিটস্ হবিগঞ্জ জেলা শাখার সদস্য গোলাম মাহমুদ মানিক, সৈয়দা তাহমুদা বেগম, আব্দুল মোছাব্বির প্রমূখ। অনুষ্ঠানে ৬৪জন ছাত্র-ছাত্রীর মাঝে ৩ লাখ ১৭ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com