স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বিভিন্ন অপরাধ বৃদ্ধি পেয়েছে। চুরি ছিনতাইসহ মাদক ব্যবসা জমে উঠেছে। এ কারণে সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান শুরু করেছে। প্রতিটি এলাকায়ই রাতে টহল দেয়া হচ্ছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদর থানা পুলিশ অভিযান চালিয়ে চোরসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলো মোহাম্মদ আলী, জিহান, মান্না ও সাদিকুল ইসলাম মুন্না। পুলিশ জানায় অভিযান চলবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com