স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে ইমাম সুমনের পিতা মেনু মিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল, সহসভাপতি ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান, জেলা পরিষদের প্যানেল মেয়র সৈয়দ মোঃ শামীম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন, আন্দিউড়া ইউপি চেয়ারম্যান মোসতাক আহম্মেদ খাঁন হেলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে অসুস্থতাজনিত কারণে নিজবাড়ি আন্দিউড়া চৌধুরী বাড়িতে মেনু মিয়া চৌধুরী মৃত্যুবরণ করেন। বাদআছর আন্দিউড়া ঈদগাঁ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com