স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের চানপুর গ্রামে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহেদুল ইসলাম তারেক নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত প্রায় সাড়ে ১১টায় গোপনে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, চানপুর খানকা শরীফে স্থাপিত মাদ্রাসায় ২০ জন শিশু শিক্ষার্থী লেখাপড়া করছে। ওই শিক্ষার্থীরা বিভিন্ন স্থান থেকে এখানে এসে লেখাপড়া করে থাকে। ওই মাদ্রাসায় অধ্যয়ন করছে একই ইউনিয়নের যাদবপুর গ্রামের নজরুল ইসলামের ১০ বছর বয়সী শিশুপুত্র। গতকাল সোমবার দুপুরে মাদ্রাসা শিক্ষক শাহেদুল ইসলাম ওই ছাত্রকে প্রলোভন দিয়ে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। পরে ছেলেটি কান্নাকাটি করে মোবাইল ফোনে পিতামাতাকে ঘটনাটি জানায়। বিষয়টি জানার পর ছেলেটির পিতামাতা মোবাইল ফোনে ঘটনাটি স্থানীয় ইউপি সদস্য আবু তাহের ও নেতৃস্থানীয় মুরুব্বিদের অবগত করেন। পরে ইউপি সদস্য আবু তাহের বিষয়টি হবিগঞ্জ সদর থানা পুলিশকে জানান। খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ শাহেদুল ইসলামকে গ্রেফতার করতে চানপুর গ্রামে অভিযান চালায়।
পুলিশের অভিযান আঁচ করতে পেরে শাহেদুল কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সোর্সের মাধ্যমে শাহেদুলের অবস্থান নিশ্চিত হয়ে রাত প্রায় সাড়ে ১১টায় পুলিশ বানিয়াচং উপজেলার হিয়ালা বাজারে অভিযান চালিয়ে শাহেদুল ইসলামকে গ্রেফতার করে। সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক শাহেদুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তাছাড়া শিক্ষকের বলাৎকারের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com