স্টাফ রিপোর্টার ॥ ফেসবুক সহ সাইবার অপরাধের শিকার হওয়া নারীদের নিরাপত্তা ও আইনি সহায়তা দিতে গঠন করা হয়েছে পুলিশের নারী ইউনিট। গতকাল সোমবার আইজিপি ড. বেনজীর আহমেদ ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ইউনিট’ নামে এই নতুন ইউনিটের উদ্বোধন করেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘এ পর্যন্ত দেশে সাইবার অপরাধে ছয় হাজারেরও বেশি মামলা হয়েছে। যার মধ্যে অধিকাংশ ভুক্তভোগী হচ্ছেন নারী। এসব বিবেচনায় নারী ভুক্তভোগীদের আইনি সহায়তা দিতে পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অধীনে চালু করা হয়েছে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ইউনিট। সাইবার অপরাধের শিকার নারী ভুক্তভোগীরা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন নামের ফেসবুক পেজে, ইমেইলে ও হটলাইনে অথবা জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরের মাধ্যমে তাঁদের অভিযোগ জানাতে পারবেন। তাঁদের পরিচয় গোপন রেখে আইনি সহায়তা দিতে এ ইউনিটে কাজ করবেন নারী পুলিশ সদস্যরা।’
বেনজীর আহমেদ বলেন, ‘সাইবার ক্রাইম একটি বাউন্ডারিলেস (সীমানাহীন) ক্রাইম। সাধারণত দেশে ১৬ থেকে ২৪ বছরের নারীরা এ অপরাধে সবচেয়ে বেশি ভিকটিম হন। সাইবার জগতের ৬৮ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে, সাইবার স্পেস নিরাপদ রাখতে, আমাদের এ উদ্যোগ।’
আইজিপি আরো বলেন, ‘আমাদের এ ইউনিটের বিশেষত্ব হলো- এখানে যাঁরা সেবা দেবেন, তদন্ত করবেন, তাঁরা সবাই পুলিশের নারী সদস্য। যেখানে ভিকটিমরা নির্দ্বিধায় তাঁদের সমস্যাগুলো বলতে পারবেন। সাইবার জগতে অপরাধ দিন দিন বেড়েই চলেছে। এখন পর্যন্ত সাইবার অ্যাক্টে ছয় হাজার ৯৯টি মামলা হয়েছে। এ অপরাধগুলো নিয়ে ডিএমপি, ডিবি, সিআইডি, পিবিআই কাজ করছে। আপনারা যারা সাইবার জগতে প্রবেশ করছেন, সাইবার জগতের ঝুঁকির বিষয়ে সচেতন হয়েই এটি ব্যবহার করা উচিত। তারপরও যদি কোনো অনাকাক্সিক্ষত সমস্যা তৈরি হয়, সে বিষয়ে আমরা কাজ করব। এ ক্ষেত্রে ভিকটিমের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করেই তাকে সেবা দেব আমরা।’
সাইবার জগতকে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করে ড. বেনজীর আহমেদ বলেন, ‘কোনো ভিকটিম চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে ৯৯৯-এ কল দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমরা চাই, আজ এটি উদ্বোধন হওয়ার পর থেকে যাঁরা চাইবেন, তাঁরা যেন আমাদের থেকে সেবা নেন। আমরা সাইবার ওয়ার্ল্ডকে নিরাপদ করতে চাই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীরা সাইবার বুলিং, আইডি হ্যাক, স্পর্শকাতর তথ্য, ছবি, ভিডিও প্রকাশ, সাইবার স্পেসে যৌন হয়রানি ইত্যাদি অপরাধের শিকার হলে ভুক্তভোগীরা সাইবার সাপোর্ট ফর উইমেন ইউনিটে অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পাশাপাশি নিরাপদ সাইবার স্পেস তৈরি করায় প্রয়োজনীয় তথ্য ও সচেতনামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
সাইবার স্পেসে শুধু নারীর বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধের ক্ষেত্রে প্রযুক্তিগত ও আইনি সহায়তা দেওয়া এবং সাইবার নিরাপত্তা সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি করা হবে জানিয়ে পুলিশ সদর দপ্তর নিচের ঠিকানায় যোগাযোগ করতে বলেছে। যোগাযোগ- Page Name: Police Cyber Support for Women-PCSW. ফেসবুকে যোগাযোগ https://www.facebook.com/PCSW.PHQ/, ইমেইলে যোগাযোগ : cybersupport.women@police.gov.bd, হটলাইন 01320000888 ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com