স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পুলিশ লাইনে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মো. বিল্লাল হুসেন নামে এক আনসার সদস্যের (বিশেষ) মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে ভেতরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল হুসেন (৪০) কুষ্টিয়া জেলার বাসিন্দা। দীর্ঘ ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনের বাগান পরিচর্যা ও টুকিটাকি কাজে নিয়োজিত ছিলেন।
হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, বিল্লাল হুসেন সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে গাছের উপর থেকে ছিটকে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ চন্দ্র দেবনাথ মৃত ঘোষণা করেন। এ ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা। তিনি বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিশের পক্ষ থেকে বিল্লাল হুসেনের পরিবারকে সহায়তা করা হবে। ময়নাতদন্ত শেষে বিলালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com