জাঙ্গালিয়া-বড়ইউড়ি রোডের কলেজ সংলগ্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছে তিন ডাকাত
নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গত ১৩ ও ১৪ নভেম্বর মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- উপজেলার হাসনাবাদ গ্রামের মোঃ কদর মিয়ার পুত্র মোঃ নূরুল ইসলাম (২৬), শেওড়াতলী গ্রামের মোঃ জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান সোহাগ (২৫) ও বানিয়াচং উপজেলার গানপুর গ্রামের মোজাম্মেল হকের পুত্র মোঃ রাকিব চৌধুরী (২৫)।
পুলিশ জানায়, ১৩ নভেম্বর মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চলিতাতলা এলাকায় অভিযান চালিয়ে নূরুল ইসলাম ও হাবিবুর রহমান সোহাগকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও পরদিন ১৪ নভেম্বর মধ্যরাতে রাকিব চৌধুরীকে বাহুবল এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নূরুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ ও রাকিব চৌধুরী গত ২৫ সেপ্টেম্বর জাঙ্গালিয়া-বড়ইউড়ি রোডের কলেজ সংলগ্ন স্থানে ঘটে যাওয়া ডাকাতির ঘটনায় জড়িত রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। ইতিমধ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।