স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ভোরবেলা হাওরে পাখি শিকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও স্নিগ্ধা তালুকদার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে ফতেপুর এলাকায় ফাঁদ পেতে পাখি শিকার করার জাল ও শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ ও ৭টি বকপাখি উদ্ধার করা হয়। মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীরা পালিয়ে যায়। পরে জব্দকৃত শিকারের সরঞ্জাম ধ্বংস করা হয় এবং উদ্ধারকৃত পাখিগুলো মুক্ত আকাশে উড়িয়ে দেন ইউএনও স্নিগ্ধা তালুকদার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com