মেয়াদোত্তীর্ণ ঔষধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমতি ছাড়া পেথিড্রিন বিক্রি
মোহাম্মদ শাহ আলম ॥ হবিগঞ্জ শহরে তিন ফার্মেসীকে ৭২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিংহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল সড়কে অবস্থিত মা ফার্মেসীকে ৪০ হাজার টাকা, ইসলামিয়া ফার্মেসীকে ৩০ হাজার টাকা ও উচাইল ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম এই অভিযানে সহায়তা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক দেবানন্দ সিংহা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করায় এসব ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। এসময় অবৈধভাবে বিক্রয় করার জন্য রাখা মা ফার্মেসী থেকে ১০ পিস ও ইসলামিয়া ফার্মেসী থেকে ৩ পিস পেথিড্রিন উদ্ধার করা হয়। তিনি জানান, পেথিড্রিন বিক্রয় করার জন্য মাদকদ্রব্য অধিদপ্তর থেকে অনুমতি নিতে হয়, কিন্তু তারা কোন অনুমতি নেননি। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com