হবিগঞ্জ প্রেসক্লাবে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদ
স্টাফ রিপোর্টার ॥ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেছেন মুক্তিযুদ্ধের ঐতিহাসিক গৌরবময় ইতিহাসের সাথে হবিগঞ্জের নাম খুবই দীপ্তময়। যৌক্তিক ও কৌশলগত কারণে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোর বৈঠকে মুক্তিযুদ্ধকে সেক্টরে ভাগ করা হয়েছিল। এছাড়াও হবিগঞ্জের অনেক সাংবাদিক জাতীয় পর্যায়ে শ্রদ্ধার আসনে বসে কাজ করে সুনাম কুড়িয়েছেন। হবিগঞ্জ প্রেসক্লাবে পিআইবি আয়োজিত ২ দিনব্যাপী নারী ও শিশু বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিমত তুলে ধরেন। হবিগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ অবস্থান ও শৃঙ্খলাবোধের ভূয়সী প্রশংসা করে জাফর ওয়াজেদ বলেন, প্রশিক্ষণের কোন বিকল্প নেই। সাংবাদিকতার গুণগত মান অক্ষুন্ন রাখতে ধারাবাহিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং পিআইবি এ ব্যাপারে যথাযথ সহযোগিতার জন্য তৈরি আছে। তবে সর্বাবস্থায় সংবাদকর্মীদেরকে তাদের উপর অর্পিত দায়ভারকে মনে রাখতে হবে। সাংবাদিকদের দায়ভার খুবই গুরুত্ব বহন করে। সেখানে কোন অবহেলা হলে এর অনেক বড় খেসারত দিতে হবে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর। হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন এর সভাপতিত্বে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশিদ চৌধুরী, ফজলুর রহমান, মোহাম্মদ নাহিজ প্রমুখ।
প্রেসক্লাব সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন পিআইবি’র সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন। সভার শুরুতে পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট দিয়ে স্বাগত জানান প্রেসক্লাব সভাপতি মোঃ ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির। প্রশিক্ষণ শেষে মোট ৩০ জন সংবাদকর্মীকে সনদ দেয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com