হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার কার্যকরি ও উপদেষ্টা কমিটির সদস্যবৃন্দ সম্মিলিতভাবে গত ২৯ অক্টোবর বৈশ্বিক করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী মাদ্রাসা বন্ধ থাকায় যে সকল ছাত্র বর্তমানে বাড়িতে অবস্থান করছে এবং তাদের অভিভাবককে প্রতিষ্ঠানে ডেকে এনে প্রত্যেক শিশুর মাঝে ৩ কেজি খাসির মাংস, ২ কেজি গরুর মাংসসহ ৫ কেজি করে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা কমিটির সভাপতি দেওয়ান মসউদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক গোলাম ওয়াদুদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালিব মমরাজ, সদস্য আকবর আলী মধু, উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রধান সহকারি বিলাল মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত ৪ মে প্রত্যেক ছাত্রকে জনপ্রতি ১ হাজার টাকা করে দেয়া হয়। এছাড়া গত ৮ জুলাই হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার প্রধান উপদেষ্টা এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের উপস্থিতিতে প্রত্যেককে ২০ কেজি চাউল ও নগদ ৫শ’ টাকা করে প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি