স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসানের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তারের আদালতে তিনি মামলাটি দায়ের করেন। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের আদেশ প্রদান করেছেন।
মামলার বিবরণে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মতিউর রহমান খাঁনের সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী, জলসুখা ইউপি চেয়ারম্যান খেলু মিয়া প্রমুখ। মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকারের বক্তব্য প্রদানকালে বক্তব্যের একটি অংশ প্রত্যাহারের জন্য সীমা রানী সরকারকে বলেন উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান। এরই জের ধরে বাকবিতন্ডার এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান অকথ্য ভাষায় গালিগালাজ করেন সীমা রানী সরকারকে। এক পর্যায়ে সীমা রানী সরকারের গায়ে হাত তুলতে তেড়ে আসেন বলে সীমা রাণী সরকার জানান। তখন সভায় উপস্থিত অন্যরা মর্তুজা হাসানকে বাধা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান গালিগালাজ এবং তেড়ে আসার বিষয়টি সাংবাদিকদের কাছে অস্বীকার করে বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান বক্তব্যের এক পর্যায়ে পুরুষদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথা বলেন। তখন এই কথাটির আমি প্রতিবাদ করি। এর বেশি কিছু নয়। আজমিরীগঞ্জে আমার বিরুদ্ধে সব সময় একটি মহল দুর্নাম রটায়। তুচ্ছ ঘটনাকে অন্য দিকে মোড় দিয়ে ওই মহল তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com