স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় প্রকাশ্যে রিনা বেগম নামের এক মহিলার গলা থেকে চেইন ছিনতাই হয়েছে। এ ঘটনায় আতংক বিরাজ করছে।
সূত্র জানায়, শহরের পুরান মুন্সেফী এলাকার প্রবাসীর স্ত্রী রিনা বেগম সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় তার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ মোটর সাইকেল যোগে অজ্ঞাত দুই যুবক তার গলা থেকে চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে লোকজন এগিয়ে এলেও কাউকে ধরতে পারেনি। বিষয়টি পুলিশকে অবগত করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com