চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে র্যাবের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান
বালু পরিবহনে ব্যবহৃত ৫টি ট্রাক্টর আটক
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে র্যাব-৯ এর সহযোগিতায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযানে উপজেলা যুবলীগ নেতা কাউছারসহ ৪ জনকে আটক করে ১ বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। এসময় ৫টি ট্রাক্টর আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস ও সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল। এছাড়া বালু উত্তোলনের কাজে নিয়োজিত অর্ধশত ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়।
সূত্র জানায়, চুনারুঘাট উপজেলার দারাগাঁও গ্রামের তৈয়ব আলী ওরফে পুতুলের ছেলে, যুবলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউছার আহমেদের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সাটিয়াজুরী ইউনিয়নের দারাগাঁও গ্রামের ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাস, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল এবং শ্রীমঙ্গলস্থ র্যাব-৯ এর উপ-সহকারি পরিচালক মোঃ মিজানুর রহমান ও সহকারি পুলিশ সুপার আফসান আহমেদ এর নেতৃত্বে চুনারুঘাট থানার একদল পুলিশ ওই গ্রামে অভিযান চালায়। প্রায় ৫ ঘন্টার অভিযানে যুবলীগ নেতা কাউছার আহমেদ (৩৮), হাজী আব্দুল বারিকের ছেলে শেখ সেলিম (৪৭), আব্দুর নুরের ছেলে মো: রহম আলী (৪৯) এবং লাখাই উপজেলার সুজাতপুর গ্রামের আমিন মিয়ার ছেলে শ্রমিক খালিকুজ্জামানকে (৫৫) আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল আটক কাউছার মিয়া, শেখ সেলিম ও রহম আলীকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড এবং শ্রমিক খালেকুজ্জামানকে ১ মাসের কারাদন্ডের আদেশ দেন। অভিযানে অর্ধশত ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয় এবং বালু পরিবহনের সময় ৫টি ট্রাক্টর আটক করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com