স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে তাঁতী লীগের বহিস্কৃত নেতা হাবিবুর রহমান বিলাত এর অবৈধ করাতকলসহ ৫টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। সেই সাথে যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত এসব করাতকল উচ্ছেদ করে। ভ্রাম্যমান আদালতের বিষয়টি টের পেয়ে মালিকপক্ষ আত্মগোপনে চলে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার দ্বিগাম্বর বাজারের নিকটে হাবিবুর রহমান বিলাত একটি অবৈধ করাতকল দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে চালিয়ে আসছিলেন। গতকাল দুপুরে বাহুবলের সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল বন বিভাগকে সাথে নিয়ে অবৈধ করাতকলের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের অভিযানে হাবিবুর রহমান বিলাত এর করাতকলসহ উপজেলার ৫টি করাতকল উচ্ছেদ করা হয়। সেই সাথে করাতকলের যন্ত্রপাতি জব্দ করে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ জানান, অবৈধ করাত কলের বিরুদ্ধে বন বিভাগকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে সকল অবৈধ করাত কলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমেল রিছিল জানান, অবৈধভাবে পরিচালিত লাইসেন্সবিহীন ৫টি করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদকৃত করাত কলের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। সেই সাথে মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।
এলাকাবাসি জানিয়েছেন হাবিবুর রহমান বিলাত ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে কোন ধরনের লাইসেন্স ছাড়াই করাতকল চালিয়ে আসছিলেন। এতে করে পাশ্ববর্তী রূপাইছড়া বাগানের অনেক গাছ কেটে নিয়ে সেখানে বিক্রি করে আসছিল একটি চক্র।