বিশেষ প্রতিনিধি ॥ করোনা মহামারীতে সংগৃহিত সাহায্য বিতরণের লক্ষ্যে হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন যুক্তরাষ্ট্র এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির নেতৃবৃন্দ হলেন- আহবায়ক ইব্রাহিম খলিল বারভুইয়া (রিজু), যুগ্ম আহবায়ক মিয়া মো: আছকির, সদস্য সচিব আবু ছাইদ চৌধুরী (কুটি), যুগ্ম সদস্য সচিব মো: আব্দুল গাফ্ফার চৌধুরী, সদস্যগণ হলেন- শাহ মো: ছাদেক মিয়া, মো: গফফার আহমেদ, মো: নাজিম উদ্দীন, সৈয়দ মুজিবুর রহমান (ইকবাল) সভাপতি, মোহাম্মদ আব্দুল ওয়াহেদ সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, আগামী ১০ নভেম্বর হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে সরকারি বৃন্দাবন কলেজ ও সরকারি মহিলা কলেজসহ জেলার সকল উপজেলার একটি করে কলেজের দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com