আউলিয়া বেকারী ও চাঁদনী ফুডকে ২৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ॥ সরকারের দেওয়া নির্দেশে আলুর বাজার স্থিতিশীল রাখতে শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার দাউদনগর বাজারে আলু বেশি দামে বিক্রির বিষয়টি ধরা পড়লে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সরেজমিনে উপস্থিত থেকে ৪শ’ কেজি আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি করে দেন। প্রত্যেক ক্রেতার কাছে ২ কেজি করে আলু বিক্রয় করা হয়। এসময় বাজার করতে আসা ক্রেতারা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে ধন্যবাদ জানান। অভিযান চলাকালে অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ ও অনুমোদনিহীন রং ব্যবহার এবং অপরিচ্ছন্নভাবে খাবার তৈরি করার অপরাধে পুরান বাজার আউলিয়া বেকারীকে ১০ হাজার টাকা ও পূর্ব লেঞ্জাপাড়ার চাঁদনী ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচলনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। তাকে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com