গত বুধবার মাদ্রাসায়ে ফয়জে মদিনা কাটখালের উদ্যোগে বিশিষ্ট আলেমদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শায়খ আবুল ফজল সাহেবের সভাপতিত্বে কাজী মাওঃ বশির আহমেদ ও কাজী ফাবাশ্বির আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন হবিগঞ্জের উপ-পরিচালক, বিশিষ্ট লেখক ও গবেষক, আল্লামা শাহ নজরুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, যেভাবে উলামায়ে কেরামদের চলে যাওয়ার হিড়িক পড়েছে আমাদের জন্য তা সুখকর নয়, আমরা যদি তাদের আদর্শে অটল থাকতে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে এবং বেশি বেশি করে সালাম প্রচার করতে হবে, ছোট হোক বড় হোক, যাকে দেখা যায় তাকেই সালাম করতে হবে, সালামের বিস্তার ঘটাতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুফাস্সিরে কুরআন হযরত মাওলানা মুশাহিদ আহমদ উজিরপুরী। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ার আলী, বিশিষ্ট আলেমে দ্বীন মাওঃ আরিফ বিল্লাহ, বৃন্দাবন সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা আশিকুর রহমান, গন্ধা মিল্লিক মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বাছির, ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ শামরুল ইসলাম, মাওঃ নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক হাফেজ তানজিল বিন হাবিবী, মাদরাসার শিক্ষা সচিব মাওঃ হাবীব আহমদ, মাওঃ ফখরুদ্দীন খাঁন, হাঃ আঃ সামাদ, হাঃ আবুল কালাম, মোঃ মঈন উদ্দীন সহ প্রমূখ।