এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ আগামী মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে এমন সম্ভাবনাকে সামনে রেখে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ¯œানঘাট ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। নির্বাচনে ভোটে লড়ার প্রস্তুতির অংশ হিসেবে মাঠে সরব হচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। বিভিন্ন হাটে-বাজারে, মোড়ে-মোড়ে চা স্টলে ক্রমেই জমে উঠছে নির্বাচনী আলাপ আলোচনা। নির্বাচনের পূর্ব প্রস্তুতি হিসেবে নানান ধরণের সেবামূলক কাজ নিয়ে এলাকা ঘুরে বেড়াচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে ইউনিয়নের বিভিন্ন এলাকা।
¯œানঘাট ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ফেরদৌস আলম, মৎস্যজীবী লীগের জেলা সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, মৎস্যজীবী দল (বিএনপি) এর জেলা সভাপতি অ্যাডভোকেট মোদ্দত আহমেদ। এ ইউনিয়নে এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে আলোচনায় এসেছেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য, দুর্নীতিমুক্ত জেলা কমিটির ধর্মীয় সম্পাদক, যৌতুক বিরোধী আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক, ফতেহপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক, ফতেহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও অত্র ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক চেয়ারম্যান হরমুজ আলীর ভাতিজা, আলহাজ্ব হাফেজ যোবায়ের আহমেদ, ইউনিয়ন বিএনপি নেতা ডাঃ হারুন অর রশিদ।
নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসির একটাই চাওয়া, যেন সুষ্ঠু সুন্দর ও উৎসবমূখর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com