স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা মোঃ হামিদুল হক চৌধুরী মাহতাবকে চুনারুঘাট উপজেলার উবাহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটিতে দাতা সদস্য পদে অন্তর্ভূক্ত করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা কমিটির সভায় তাঁকে দাতা সদস্য হিসেবে অন্তর্ভূক্তির জন্য মনোনয়ন করা হয়। এরপর ২৪ সেপ্টেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চুনারুঘাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদ রানা উবাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছকে পত্র প্রেরণ করেন। এ পত্রের অনুলিপি প্রদান করা হয়েছে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা মাহতাব চৌধুরী শায়েস্তাগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বীরত্বের সাথে অংশ নেন। দেশ স্বাধীনের পর থেকে তিনি এলাকার শিক্ষাক্ষেত্রে নানা অবদান রেখেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com