খাদ্য দিবস উপলক্ষে এসডিএম ফাউন্ডেশনের সভা
স্টাফ রিপোর্টার ॥ আন্তর্জাতিক খাদ্য দিবস উপলক্ষে খানি বাংলাদেশের সহযোগিতায় ও এসডিএম ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভা শহরের কালীবাড়ি রোডে অনুষ্ঠিত হয়। খাদ্য অধিকার হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ইসরাইল মিয়ার সভাপতিত্বে ও এসডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান সুব্রত দাস বৈষ্ণবের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিভাগীয় কমিশনার মোঃ ফজলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংকার বিশিষ্ট ব্যবসায়ী বদর উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট সুদ্বীপ দাস। বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম, শাহ মামুনুর রশিদ, নারী নেত্রী সফর চান বিবি, তাছলিমা আক্তার মুন্নী, জ্যোৎ¯œা আক্তার, লাভলী আক্তার প্রমূখ। সভায় বক্তারা খাদ্য অধিকার আইন বাস্তবায়ন, আইন বাস্তবায়নে কমিশন গঠন, নারী কৃষাণিদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পুষ্টিহীনতা দূরীকরণ এবং কৃষাণিদের সহজ শর্তে প্রণোদনা ঋণ দেয়ার দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com