স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে টমটম ও অটোরিকশা চুরি হয়েছে। তবে চোরাইকৃত টমটমটি হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জন অফিসের সামনে রেখে ব্যাটারি নিয়ে যায় চোরেরা।
শুক্রবার দুপুরে উমেদনগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যায় চোর। অপরদিকে আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের এবং বর্তমানে শায়েস্তানগর গাউছিয়া মসজিদ সংলগ্ন বাগান বাড়ির বাসিন্দা ফুল মিয়ার পুত্র টমটম মালিক তাউছ মিয়ার একটি টমটম গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে তার বাসার সামন থেকে কে বা কারা নিয়ে যায়। শুক্রবার অনেক খোঁজাখুজির পর সদর হাসপাতালে পরিত্যক্ত অবস্থায় টমটমটি পাওয়া যায়। তবে চোরেরা টমটমের ৬টি ব্যাটারি নিয়ে গেছে। যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com