স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার বিকাল ৩টায় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে অভিযান চালিয়ে ১ হাজার ৪৫৫ পিস ইয়াবাসহ শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মিয়া হোসেনের ছেলে আব্দুল মোতালিব শামীমকে (২২) আটক করে। অপরদিকে একই ফাঁড়ির এস.আই ধ্রুবেশ রাত ৭টার দিকে তেমুনিয়া মোড়ে অভিযান চালিয়ে উপজেলার বহরা ইউনিয়নের রাজাপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে ফয়সল মিয়াকে (৩০) আটক করেন।
থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com