স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের দক্ষিণ সাঙ্গর গ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই ঘটনার আসামী ইউপি মেম্বার মমিনুলকে (৪০) গ্রেফতার করেছে হবিগঞ্জ ডিবি পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ডিবির নবাগত এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ উচাইল পুটিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মেম্বার মমিনুল দক্ষিণ সাঙ্গর গ্রামের মৃত রহমত আলীর পুত্র ও ৮নং ওয়ার্ডের মেম্বার।
প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যারাতে বানিয়াচং উপজেলার সুজাতপুর ফাঁড়ির একদল পুলিশ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীকে ধরতে দক্ষিণ সাঙ্গর গ্রামে যান। আসামী গ্রেফতার করে নিয়ে আসার পথে মমিনুল মেম্বারের নেতৃত্বে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নিয়ে যায় বলে জানায় পুলিশ। এ ঘটনায় বানিয়াচঙ্গ থানার দুই এসআই চার পুলিশ আহত হয়। গত বৃহস্পতিবার পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে এবং এ বিষয়ে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে আসামী ছিনতাই ঘটনায় অভিযুক্ত মমিনুল মেম্বারকে গ্রেফতার করে। অবশ্য এলাকার মুরুব্বীয়ান দাবি করেন আসামী ছিনতাই ঘটনায় মমিনুল মেম্বার জড়িত নন। পুলিশ তাকে ভুল বুঝে এ মামলায় জড়িয়েছে।