হবিগঞ্জে ছাত্র জমিয়তের দোয়া মাহফিলে হাফিজ মাওলানা শামছুল হক ছাদী
হেফাজতে ইসলাম বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আমীর, দারুল উলুম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক, খলিফায়ে মাদানী, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ও বরুণার পীরসাহেব শাইখুল হাদিস আল্লামা খলিলুর রহমান বর্ণভী রহ. ছিলেন মুসলিম উম্মাহের রাহবার। উনাদের জীবন ছিলো অনুসরণীয়। হযরতদ্বয় দেশ-জাতি ও মুসলিম উম্মাহের জন্য আজীবন ত্যাগ ও খেদমত করে গেছেন। দেশের প্রত্যেক সেক্টরের আগামী প্রজন্মের যুব-তরুণদেরকে উনাদের জীবনী নিয়ে স্টাডি করা উচিত।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আহমদ শফী রহ. ও খলিলুর রহমান রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে ইসলামী সংগ্রাম পরিষদ হবিগঞ্জ-এর ভারপ্রাপ্ত সভাপতি ও দ্বীনি শিক্ষা বোর্ড হবিগঞ্জের চেয়ারম্যান এবং হবিগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি, হবিগঞ্জী হুজুর রহ. এর ছোট ভাই, হাফেজ মাওলানা শামছুল হক সাদি (মুছা সাব) এসব কথা বলেন।
জেলা ছাত্র জমিয়ত সভাপতি মোহা. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ ওয়াসিক বিল্লাহ হিব্বান ও মোহা. ইলিয়াস হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা জমিয়ত সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় জমিয়তের নির্বাহী সদস্য ও হবিগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক, জামিয়া উমেদনগরের মুহতামিম হাফেজ মাওলানা মাসরুরুল হক (সাহেবজাদায়ে হবিগঞ্জী রহ.), জেলা জমিয়ত সহ-সভাপতি আলহাজ্ব ফরিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাও. মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, প্রচার সম্পাদক ডা. এম এ করিম আজহার, অর্থ সম্পাদক মাও. শিব্বির আহমদ, হবিগঞ্জ জেলা যুব জমিয়ত সভাপতি তরুণ বক্তা মাও. মামনুনুল হক, সাধারণ সম্পাদক মাও. শেখ বশীর আহমদ, জেলা ছাত্র জমিয়ত সহ-সভাপতি হাফিজ মাবরুরুল হক, জেলা যুব জমিয়ত প্রচার সম্পাদক মাও. শাহ হুমায়ুন কবীর, জেলা ছাত্র জমিয়ত সহ-সভাপতি হেলাল আহমদ নোমানী, হাফিজ মোতাহির আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ উসমানী, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক হাফিজ শাহ মনিরুল হক, সদর উপজেলা সভাপতি মুহাম্মদুল্লাহ খান, সাহিত্য সম্পাদক হাফেজ বজলুর রহমান, নির্বাহী সদস্য রুমন আহমদ, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন ছাত্র জমিয়ত সাধারণ সম্পাদক হাফিজ আসাদ মুহাম্মদ উসামা, পুকড়া ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
পরে আল্লামা আহমদ শফী ও আল্লামা বর্ণভী রহ. এর দারাজাত বুলন্দি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com