স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ব্যবসার প্রাণকেন্দ্র কালীবাড়ি সড়কের ইজি ফ্যাশনে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই প্রতিষ্ঠানের পেছন দিকে প্রবেশ করে পাকা দেয়াল কেটে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। অনেকের মনে প্রশ্ন দেখা দিয়েছে শহরের প্রধান সড়কে যদি এরকম ঘটনা ঘটে তবে ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করবেন। এছাড়া ওই প্রতিষ্ঠানের ওপরে ব্যাংকও রয়েছে। খবর পেয়ে পুলিশ ও ব্যক্স নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, ওই সড়কের লন্ডন টাওয়ারে অবস্থিত ইজি ফ্যাশনের মালিক ও কর্মচারিরা আগের রাতে দোকানটি বন্ধ করে চলে যান। পরদিন সকালে এসে দেখেন মালামাল এলোমেলো ও টাকা নেই। এছাড়া দোকানের পেছনের দেয়াল কাটা। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ, ব্যকস সভাপতি মোঃ শামছুল হুদা, সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীরসহ অনেকেই ঘটনাস্থলে যান। ব্যকস সভাপতি সাংবাদিকদের বলেন, প্রধান সড়কে যদি এরকম দুর্ধর্ষ চুরি হয় তাহলে কিভাবে ব্যবসা করব। তবে পুলিশ বলছে, জরুরি ভিত্তিতে চোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।