ব্রাহ্মণডোরায় বিট পুলিশিং সভায় রবিউল ইসলাম
নিজস্ব প্রতিনিধি ॥ বর্তমান সময়ে মানুষের মানবিক মূল্যবোধ হ্রাস পাওয়ার কারণে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। পারিবারিকভাবে মানুষকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত না করার কারণে প্রত্যেকের মনে একটি দোষীমন তৈরী হয়, যার সায় পেয়ে মানুষ সহজেই অপরাধ কর্মকান্ড সংঘটন করে। মাদকের করালগ্রাসে একটি ছেলে নিমিষেই হারিয়ে যায় না। তার জন্য একটা যথেষ্ট সময়ের প্রয়োজন হয়। আর সেই সময়টা তারা পরিবার থেকে পেয়ে থাকে। গতকাল বুধবার রাত শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ৬নং বিট কার্যালয়ে চুরি, ডাকাতি, দাঙ্গা, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন, মাদকের কুফল এবং মোবাইলের অপব্যবহার সম্পর্কে অপরাধ বিরোধী বিট পুলিশিং সভায় বক্তৃতাকালে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম এসব কথা বলেন। তিনি আরো বলেন- অভিভাকদের বেখেয়ালীপনার কারণে সন্তানেরা ধীরে ধীরে অন্ধকার জগতে পা বাড়াতে সুযোগ পায়। অভিভাবকদের সচেতনতাই সন্তানদেরকে মাদক থেকে দূরে রাখার মূল মন্ত্র হিসেবে কাজ করতে পারে। তাছাড়া চুরি, ডাকাতি, দাঙ্গা, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, নারী নির্যাতন এবং ধর্ষণ প্রতিরোধের জন্য আমরা নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে সহজেই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। তাই আসুন আমরা হাতে হাত মিলিয়ে পুলিশ-জনগণ এক হয়ে অপরাধ প্রতিরোধ করি। নিজেদের দায়িত্ববোধ থেকে নিজেরা এগিয়ে আসি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com