দুই দারোগাসহ ৪ পুলিশ আহত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের দক্ষিণ সাঙ্গর গ্রামে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনিয়ে নিয়েছে ইউপি মেম্বারসহ স্বজনরা। এ ঘটনায় দুই এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্র জানায়, বুধবার সন্ধ্যারাতে এসআই তোহা ও এসআই সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ সাঙ্গর গ্রামে অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানার আসামী বুলবুল মিয়াকে গ্রেফতার করে। সে ওই গ্রামের মরহুম রমজান আলীর ছেলে। গ্রেফতারের পর আসামী বুলবুলকে গাড়ীতে উঠানোর পর মক্রমপুর ইউনিয়ন পরিষদের সদস্য শেখ মমিনসহ বুলবুল মিয়ার স্বজনরা পুলিশের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই তোহা, এসআই সোহেল রানা, কনস্টেবল সোহেল ও কনস্টেবল হাতিমুল আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে এনে চিকিৎসা প্রদান করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেল) শেখ মোঃ সেলিম জানান, মেম্বার শেখ মমিন এর নেতৃত্বে আসামী বুলবুল মিয়ার স্বজনরা পুলিশের উপর হামলা চালিয়ে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। হামলায় আমাদের দুই এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনার পরপরই পুলিশ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com