স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকা থেকে আইডিএলসি ফাইন্যান্স লিঃ-এর নিলামে ক্রয়কৃত ১৩.৫ শতক জমি উদ্ধার ও জমির মালিক এন.এম ফজলে রাব্বী রাসেলের কাছে দখল হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় জেলা সহকারী কমিশনার (ট্রেজারী শাখা, ভূমি অধিগ্রহণ শাখা) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজার নির্দেশে শায়েস্তাগঞ্জ থানার ওসি তদন্ত মোঃ মামুনের নেতৃত্বে পুলিশ ওই জমির দখল উদ্ধার করেন এবং নিলামে ক্রয়কৃত জমির মালিক এন.এম ফজলে রাব্বী রাসেলের কাছে উক্ত জমির দখল হস্তান্তর করেন আইডিএলসি ফাইন্যান্স লিঃ-এর কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ২৮ এপ্রিল শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবাই গ্রামের ছমির আলী ও নুরুন্নেছা দম্পতির ছেলে সৈয়দ ফুরকান আলী নিজের ১৩.৫ শতক জমির দলিল আইডিএলসি ফাইন্যান্স লিঃ এর নিকট জামানত দিয়ে ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে সেই ঋণ পরিশোধ করতে না পারায় ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দৈনিক সমকাল পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ওই বছরেরই ১৯ নভেম্বর জমিটি নিলামে তোলে আইডিএলসি ফাইন্যান্স লিঃ-এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে বিবেচিত হন এন.এম ফজলে রাব্বী রাসেল। এরই পরিপ্রেক্ষিতে ১৮ ডিসেম্বর উক্ত জমিটি এন.এম ফজলে রাব্বী রাসেলের নামে দলিল করে দেন আইডিএলসি ফাইন্যান্স লিঃ। উক্ত জমিটি দখলমুক্ত করা ও প্রকৃত মালিককে হস্তান্তরের জন্য জেলা প্রশাসকের বরাবরে আবেদন করেন আইডিএলসি ফাইন্যান্স লিঃ। এ প্রেক্ষিতে গতকাল বুধবার সকাল ১১টায় অভিযান চালিয়ে জমিটি দখল উদ্ধার করে এন.এম ফজলে রাব্বী রাসেলের কাছে দখল হস্তান্তর করা হয়। যার দলিল নং ৭০৩১, মৌজা-অলিপুর, জে.এল নং ১০২, এস.এ ১৬৪, মিউটেশন/নামজারী খতিয়ান ৫৯৬, আর.এস,ডি,পি ১৮৮, জট নাম্বার ৮৪০, এস.এ খতিয়ান, ১৩৩, আর, এস ১৯২ দাগে মোয়াজি ১৩৫০ অযুতঅংশ সাইল রকম ভূমি।