বাংলাদেশ দাওয়াতে ইমানি সংগঠনের অধীনস্থ তাহেরীয়া সুন্নী সংগঠনের বানিয়াচং উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে সুবিদপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফেজ নাইম আখনজী আত্ব-তাহেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন এটিএম কদর আলী, ইছাক আলী, মোঃ মুক্তার হোসেন, তারা মিয়া আখনজী, মোজাম্মিল হক আখনজী, শাকিব প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে নাইম আখনজী আত্ব-তাহেরীকে সভাপতি, মুরাদপুর গ্রামের মোঃ আবু বক্করকে সাধারণ সম্পাদক, মোঃ শরীফুল আখনজী শান্তকে সাধারণ সম্পাদক, মোঃ রানা আখনজী সাংগঠনিক সম্পাদক, মোঃ মাহমুদ সর্দারকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে তাহেরীয়া সুন্নী সংগঠনের বানিয়াচং উপজেলা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com