স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের গুণই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন এস.এম.সি সভাপতি ও দাতা সদস্য জামসেদ চৌধুরী। লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন- ২০১৯-২০ অর্থ বছরে বিদ্যালয়ে স্লিপ বরাদ্দ ৭০ হাজার টাকা, রুটিন মেইনটেইনেন্স ৪০ হাজার টাকা, মেরামত বাবদ ১ লাখ ৫০ হাজার এবং প্রাক-প্রাথমিক বাবদ ১০ হাজার টাকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে বিদ্যালয়ে বরাদ্দ প্রদান করা হয়। সরকার প্রদত্ত নীতিমালা অনুযায়ী এস.এম.সি সভাপতি/কমিটির অনুমোদন সাপেক্ষে অর্থ ব্যয় করার নির্দেশনা থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন সরকার বরাদ্দকৃত অর্থ সম্পর্কে বিদ্যালয়ের পরিচালনা কমিটিকে কোন প্রকার অবহিত করেননি। বরাদ্দকৃত টাকা সভাপতি ও প্রধান শিক্ষকের যৌথ স্বাক্ষরে উত্তোলনের নির্দেশনা থাকলেও এ ব্যাপারে সভাপতিকে অবহিত করা হয়নি। তাছাড়া বিদ্যালয়ের বরাদ্দকৃত টাকা দিয়ে বিদ্যালয়ের কোন উন্নয়ন কাজও করা হয়নি। অপরদিকে বর্তমান পরিচালনা কমিটিকে না জানিয়ে প্রধান শিক্ষক মনগড়া মিটিং আহবান করে নতুন কমিটি গঠনের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি বিদ্যালয়ের দাতা সদস্য এবং বৈধ অভিভাবকদের না জানিয়ে চারজন অভিভাবক সদস্য মনোনীত করার চেষ্টা করেছেন। এমতাবস্থায় অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ও উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। বিষয়টি তিনি সংশ্লিষ্ট ক্লাস্টার অফিসার মোঃ হাসিবুল ইসলামকে মৌখিকভাবে অবহিত করলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তিনি উপরোক্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে উপজেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com