স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী অভিযানে বাহুবল উপজেলার পুটিজুরির বাঁশপাতা রেস্টুরেন্ট ও শাহপরান বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। এসময় ফ্রিজে মাছ মাংসের সাথে রান্না করা মাছ মাংস রাখার অপরাধে বাঁশপাতা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা ও অনুমোদনবিহীন রং ও ফ্লেভার ব্যবহার করার অপরাধে শাহপরান বেকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বাহুবল উপজেলার স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসাইন এবং বাহুবল থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com