সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ সারাদেশে সংঘটিত ধর্ষণের বিরুদ্ধে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবিতে লাখাইয়ে মোমবাতি প্রজ্জলন ও মৌন প্রতিবাদ করেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ ও বামৈ ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা। গতরাতে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রলীগ নেতা মইনুল ইসলাম তালুকদার ও এমদাদুল হক ইমনের নেতৃত্বে মোমবাতি প্রজ্জলন ও মৌন প্রতিবাদে অর্ধশতাধিক নেতাকর্মী স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন- মা-বোনদের উপর নির্যাতন নিপীড়ন দেখতে চাই না। তাঁরা যাতে প্রাপ্য সম্মান অনুযায়ী স্বাধীনভাবে তাদের ঘরে থাকতে এবং স্বাধীনভাবে চলাফেরা করতে পারে সেজন্য এবং ধর্ষকদের দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com