নিতেশ দেব, লাখাই থেকে ॥ হবিগঞ্জের লাখাই উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে এ সেমিনারে সভাপতিত্ব করেন ইউএনও লুসিকান্ত হাজং। বক্তব্য রাখেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাহার মাহমুদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিধান সোম ও এসআই সজীব দেব রায়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি মহসিন সাদেক, সাধারণ সম্পাদক নিতেশ দেব ও ব্যবসায়ীবৃন্দ।
সেমিনারে বক্তাগণ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধি বিধান মেনে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি এ আইনের বিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়।