জুমার খুৎবায় আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর উত্তর জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘর। সেই ঘরগুলো থেকে হেদায়তের আলো ছড়িয়ে দিতে হবে। কোনো ধরনের ফেৎনাকে প্রশ্রয় দেয়া যাবে না। কেউ ভুলের উর্ধ্বে নয়। মসজিদের ইমাম মোয়াজ্জিনও ভুলের উর্ধ্বে নন। যদি ইমাম মোয়াজ্জিনের ইমান আক্বিদা ত্বাকওয়া সুন্নত সম্পর্কে কোনো ধরনের ভুলত্রুটি ধরা পড়ে, তাহলে শুধরানোর জন্য ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বলতে হবে। বাহিরে এসব নিয়ে আলোচনা করা যাবে না। কোনো দল পাকানোও যাবে না। তাতে ফেৎনার সৃষ্টি হবে। আর ফেৎনাকারীরা আল্লাহর কাছে অধিক ঘৃণিত। আল্লাহর ঘরের ইজ্জত রক্ষা করতে হবে। মিম্বরের ইজ্জত রক্ষা করতে হবে। আল্লাহর ঘরে নামাজের জন্য আহবানকারীর ইজ্জত রক্ষা করতে হবে। মসজিদের ভেতরে সর্বোচ্চ আদব দেখিয়ে কথা বলতে হবে। নতুবা সওয়াবের জন্য মসজিদে আসলেও গুনাহগার হিসাবে বাসায় ফিরতে হবে। মিশরের বিশ্বখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফিকাহ ও ইসলামিক আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী অর্জনকারী আল্লামা মোস্তাফিজুর রহমান আজহারী গতকাল জুমার খুৎবায় এসব কথা বলেন। তিনি বলেন- পৃথিবীর বিভিন্ন স্থানে গড়ে উঠা মসজিদগুলো থেকে আল্লাহর গুনগান বর্ণনা করা হয়। আল্লাহর ঘরে দানকারীরা আল্লাহর কাছে অধিক প্রিয়। যারা মসজিদ বানায়, মসজিদে দান করে, মসজিদের খেদমত করে, তাদের জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দেবেন। আর মসজিদগুলোর সৌন্দর্য্য হচ্ছেন সম্মানিত মুসল্লীয়ানগণ। যুগের তালে তালে মসজিদগুলোর বাহ্যিক সৌন্দর্য্য বৃদ্ধি পেতে থাকলেও প্রকৃতপক্ষে মসজিদগুলো থেকে হেদায়তের আলো ছড়িয়ে পড়ছে না। মসজিদগুলো থেকে হেদায়তের আলো ছড়িয়ে দেয়া ছাড়া সর্বত্র ইসলাম কায়েম করা সম্ভব নয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com